সিলেট মিরর ডেস্ক
জুন ২৫, ২০২৩
০৪:৪২ অপরাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২৩
০৭:২৫ অপরাহ্ন
হবিগঞ্জ শহরতলীর কালারডুবা এলাকার মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রুহান মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান জেলার পৌর এলাকার উমেদনগর গ্রামের শামীম মিয়ার ছেলে।
জানা গেছে, সন্ধ্যায় রুহান কালারডুবা যাওয়ার পথে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তুজা।
এএফ/০৬