হবিগঞ্জ প্রতিনিধি
জুন ০৪, ২০২৩
০৬:০৪ অপরাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২৩
০১:৩৯ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। তারা হচ্ছেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে রফিক মিয়া, বানিয়াচং উপজেলার লঘুচৌধুরী পাড়ার আজিজুর রহমানের ছেলে জিয়াউর রহমান ও আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারির ছেলে মুসা মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে তারা একটি সিএনজি অটোরিকশাযোগে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে আসছিলেন। সকাল ৭টার দিকে তারা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর নামক স্থানে পৌছলে ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার আসমা বিনতে আলম ,
এএফ/০৪