হবিগঞ্জ সংবাদাতা
মে ২৭, ২০২৩
০৪:২৬ অপরাহ্ন
আপডেট : মে ২৭, ২০২৩
০৮:০৪ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ৩ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার (২৬ মে) দিবাগত রাত দুইটার দিকে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ককে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)।
পুলিশ ও আহতদের সূত্র জানা গেছে, কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিলেট নগরে মাজার জিয়ারতে যাওয়ার পথে মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ককে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে মহাসড়ক থেকে জব্দ করা হয়েছে।’
এসআরটি-০১/এএফ-০৪