সিলেট মিরর ডেস্ক
মে ১২, ২০২৩
০২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : মে ১২, ২০২৩
০২:৩৮ পূর্বাহ্ন
হবিগঞ্জের বাহুবলে দুই গ্রুপের সংঘর্ষে মুছাব্বির মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। নিহত মুছাব্বির তারাপাশা গ্রামের ছত্তার মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (১১ মে) রাত ৮টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের তারাপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান , তারাপাশা গ্রামের তাজুল মেম্বার ও সিরাজ মিয়ার দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মুছাব্বির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাহুবল মডেল থানার ওসি তদন্ত প্রজিত কুমার বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এএফ/০৩