হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৭, ২০২৩
০১:৫২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২৩
০২:১২ পূর্বাহ্ন



হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩


ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস উল্টে  ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাহুবল উপজেলার বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিক হতাহতদের তাদের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতীহীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।  

হবিগঞ্জ  ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার  জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে ৩ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করেছে। 

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।


এসআরটি-০১/এএফ-০৫