নবীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২২
০১:২৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২২
০১:২৩ পূর্বাহ্ন
‘কমিউনটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদের সভাপতিত্বে এবং এসআই বিজয় দেবের পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ।
বক্তব্য রাখেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মো. শামীম আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সিদ্দিক, ওসি অপারেশন মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন দেলোয়ার বলেন, কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে পুলিশ জনগনের দূরত্ব কমে এসেছে। বর্তমান সরকারের আমলে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মামলার সংখ্যা কমেছে। যার সুফল ভোগ করছেন সাধারন মানুষ।
এএম-০১/আরএম-০৮