হযরত শাহপরাণ (র.) ওরস শুরু শনিবার থেকে

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৯, ২০২২
০১:৩১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২২
০১:৩১ পূর্বাহ্ন



হযরত শাহপরাণ (র.) ওরস শুরু শনিবার থেকে

সিলেটে হযরত শাহপরাণ (র.) এর তিন দিনব্যাপী বাৎসরিক ওরস আগামী  শনিবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে।

হযরত শাহপরাণ (র.) সাহেবের দরগা প্রাঙ্গণে শনিবার সকাল ৯টায় হতে খতমে কোরআন, বাদ আসর দোয়া ও জিকির আজকার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

রবিবার সকাল ১০টায় হতে গিলাফ চরানো, সোমবার সারারাত জিকির আজকার, খতমে কোরআন, মিলাদ মাহফিল রাত ৩টায় ফাতেহা পাঠ ও আখেরী মোনাজাত, বাদ ফজর শিন্নি বিতরণ।

জাতি ধর্ম নির্বিশেষে হযরত শাহপরাণ (র.) সাহেবের ভক্তবৃন্দ ওরুস মোবারকে যোগদান করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন হযরত শাহ পরাণ (র.) দরগাহ শরিফের খাদিম, মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ মামুনুর রশিদ।


এইচএন-৩/এএফ-০৩