নবীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৯, ২০২২
০৭:০০ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২২
০৭:০০ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে ভোজ্য তেল অতিরিক্ত দামে বিক্রি করায় কয়েকজন ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
শুক্রবার ( ৮ এপ্রিল ) বিকালে শেরপুর রোড এলাকায় সংক্ষুব্ধ কয়েকজন ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগে সয়াবিন তেলের ডিলার ঝুনু পালকে প্রতি ৫ লিটারে ১০/২০ টাকা অতিরিক্ত দাম রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, তেল বেশি দামে বিক্রি করছে এই সংবাদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে। এসময় এস আবু সাঈদ আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেছে।
এ এইচ/বি এন-১৩