শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
মার্চ ২১, ২০২২
০৫:৪৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২২
০৫:৪৭ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ঐ নারীর নাম বিনা বেগম (৪৫)।
রবিবার (২০ মার্চ) দিবাগত রাত ১১টায় তিনি উপজেলার বাগুনিপাড়ায় নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বিনা বেগম বাগুনিপাড়ার বাসিন্দা বেকারির শ্রমিক ইউসুফ আলীর স্ত্রী। তার দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, রাত ১১টায় কে বা কারা বিনাকে তার ঘরে এসে ছুরিকাঘাত করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিনা বেগমের স্বামী রাতে বাড়িতে ছিলেন না। সন্তানদের নিয়ে তিনি ঘরে ঘুমিয়েছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
আরসি-১৪