হবিগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৪, ২০২২
০৯:২২ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২২
০৯:২২ অপরাহ্ন
হবিগঞ্জের আজমীরিগঞ্জে ইজিবাইক উল্টে মিনহাজ উদ্দিন কাপ্তান (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। কাপ্তান বানিয়াচং উপজেলা সদরের বাঘ মহল্লার মৃত মোবারক আলীর ছেলে।
সোমবার (১৪ মার্চ) ভোর সকালে আজমীরিগঞ্জের বদলপুর ইউনিয়নের ঝিলুয়া গ্রামে ইজিবাইক উল্টে তার মৃত্যু হয়।
আজমীরিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, ভোর সকালে আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের ঝিলুয়া গ্রামে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালক কাপ্তান মিয়ার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই থানা পুলিশ লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেছে।
এস আর/বি এন-০৬