ধর্মপাশা প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২২
০১:৪৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২২
০১:৪৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরের বাসিন্দা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুসলিম উদ্দিন (৯০) আর নেই।
আজ রবিবার (৩০ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওইদিন বিকেল সোয়া পাঁচটার দিকে মধ্যনগর থানা সংলগ্ন মধ্যনগর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর লাশ ওই গোরস্থানে দাফন করা হয়।
তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। উল্লেখ্য, মো.মুসলিম উদ্দিন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুক্তাদির হোসেনের বাবা।
এসএ/আরসি-১৪