দোয়ারাবাজারে ১০৮ নবনির্বাচিত ইউপি সদস্যের শপথ গ্রহণ

দোয়ারাবাজার প্রতিনিধি


ডিসেম্বর ২৭, ২০২১
১০:১২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১
১০:১২ অপরাহ্ন



দোয়ারাবাজারে ১০৮ নবনির্বাচিত ইউপি সদস্যের শপথ গ্রহণ

দোয়ারাবাজারে ৯ ইউনিয়নের ১০৮ নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৭ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ৮১ সাধারণ ওয়ার্ড সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 

এর পূর্বে এক শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল কাহির, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসাইন, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহিদ,  দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম,  লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান প্রমুখ। 

এইচ এইচ/বি এন-১১