আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোয়ারাবাজারে পারিবারিক ভূমিতে স্থাপনা

দোয়ারাবাজার প্রতিনিধি


ডিসেম্বর ২৩, ২০২১
০৮:৫০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২১
০৮:৫১ অপরাহ্ন



আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোয়ারাবাজারে পারিবারিক ভূমিতে স্থাপনা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোয়ারাবাজারে অসহায় রবিদাস পরিবারের নালিশী ভূমিতে স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজারে ডাউকেরকারা গ্রামের মৃত বনুরাম রবিদাসের পুত্র বাবুল রবিদাস ও একই ইউনিয়নের সোনারখালি সাহেবগাঁও গ্রামের মৃত আছাব আলীর পুত্র আঞ্জির আহমদ, কৃষ্ণনগর গ্রামের মৃত আজরফ আলীর পুত্র রুবেল মিয়া ও অছিউর রহমানের স্ত্রী জাফরিন আক্তারের সাথে ৩৯ শতক ভুমি নিয়ে বিরোধ চলে আসছে। 

এ নিয়ে রবিদাস পরিবারের লোকজন স্থানীয় প্রভাবশালী লোকজনের কবল থেকে তাদের মৌরসী ভূমি উদ্ধারের প্রতিকার চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি স্বত্ত¡ মোকদ্দমা দায়ের করেন  (মোকদ্দমা নং ১৫৬/২১)। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত (বিবিধ মোকদ্দমা নং ৩১২/২১) বিরোধীয় সম্পত্তিতে দখলদার পক্ষকে কোন প্রকার স্থাপনা নির্মাণ না করতে নির্দেশনা দেন। সম্প্রতি প্রভাবশালী প্রতিপক্ষ আদালতের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে দালানকোঠা নির্মাণ ও স্থাপনা গড়ে তুলেছেন। 

অসহায় রবিদাস পরিবারের লোকজন স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করেও এর কোন প্রতিকার না পেয়ে এখন স্বত্ত¡ হারানোর শংকায় রয়েছেন। দখলদার প্রতিপক্ষ দাঙ্গাবাজ ও প্রভাবশালী হওয়ায় রবিদাস পরিবার এখন বিপাকে পড়েছেন।

লক্ষ্মী রানী রবিদাস বলেছেন, এখানে আমরা অসহায় সংখ্যালঘু পরিবার। আমাদের দেখার কেউ নেই। দেশ স্বাধীনের পর প্রতিপক্ষ প্রতারণা করে বিনিময়ের নামে আমাদের মৌরসী স্বত্ত্ব জবরদখল করে ভোগ করে আসছে। জোরপূর্বক মঙ্গলপুর বাজারের মূল্যবান জমির বিনিময় দলিল সম্পাদন করে আমাদের অন্যত্র সরিয়ে দেয়। যেখানে বিনিময়ে জমি দেওয়া হয়েছে সেখানে তাদের ভূমি নেই। আমাদের সম্পত্তির ওপর প্রতিপক্ষ স্থাপনা নির্মাণ শুরু করলে প্রতিকার চেয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। সম্প্রতি আদালত বিরোধীয় সম্পত্তিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ না করার নিদের্শনা দিলেও তারা প্রশাসনের অগোচরে বিরোধীয় সম্পত্তিতে জোরপূর্বক দালান-কোটা ও স্থাপনা নির্মাণ করেছেন। আমরা আমাদের জমি ফিরে পেতে চাই।

এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, এ নিয়ে আমরা বিজ্ঞ আদালতের নির্দেশনার নোটিশ দিয়েছি এবং যখন সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। তারপরও প্রতিপক্ষ অগোচরে একটু একটু করে দালানকোঠা নির্মাণ কাজ করেছে। এ বিষয়ে বাদী পক্ষ আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

এইচ এইচ/বি এন-০৪