দোয়ারাবাজারে প্রবাসীর সংবাদ সম্মেলন

দোয়ারাবাজার প্রতিনিধি


ডিসেম্বর ২২, ২০২১
১০:৪৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২১
১০:৪৮ অপরাহ্ন



দোয়ারাবাজারে প্রবাসীর সংবাদ সম্মেলন

দোয়ারাবাজার উপজেলা সদরে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন প্রবাসী আবুল কাশেম। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের বাসিন্দা এবং কুয়েত প্রবাসী। 

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার প্রেসক্লাব কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী আবুল কাশেম বলেন, ২০১৬ সালে উপজেলা সদরের রবিন্দ্র কুমার দে‘র কাছ থেকে সাবকাবলা দলিলে বাজিতপুর মৌজার জেএল নম্বর ১২৬ ও এসএ দাগ নম্বর ১২৮ এবং ১৬৬ হালদাগে ৫শতাংশ ভূমি ক্রয় করি। একই সময় আমি মাঠ জরিপ আমার নামে করে ফেলি। ২০১৭ সালে প্রথম দফা মাটি ভরাট করে ২০২০ সালে দ্বিতীয় দফা মাটি ভরাট করি।

গর্ত ভরাট করে এখন বাসা বাড়ি করার প্রস্তুতি নিলে পাশ্ববর্তী জমির মালিক শামসুন্নাহার ও তার দুই মেয়ে রাতের আঁধারে তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে আমার জায়গায় সাইনবোর্ড টানানোর চেষ্টা করেন এবং জমি জবরদখল করার চেষ্টা করেন। আমার বসত বাড়ি দুরবর্তী লক্ষ্মীপুর ইউনিয়নের নিভৃত পল্লী গ্রামে হওয়ায় আমি কিছু দেখতে পারি নি। এ ঘটনার দিন স্থানীয় বাসিন্দারা সাইনবোর্ড টানাতে বাধা দিলে তাদেরও নানাভাবে হুমকি দেন। 

তিনি অভিযোগে বলেন, শামসুন্নাহার এলাকার একজন চিহ্নিত মামলাবাজ মহিলা। ইতোমধ্যে তিনি আমার বিরুদ্ধে একাধিক মামলা-মোকদ্দমা করে হয়রানি করে আসছেন। তার দুই মেয়ে সেবিনা বেগম ও স্বপ্না বেগমকে দিয়ে ষড়যন্ত্র করে আসছেন। 

তিনি আরও বলেন, আমি একজন প্রবাসী। সঠিক মালিকের কাছ থেকে সঠিক কাগজপত্র ও দখল বুঝে  জায়গা করার পর এখন ভিটে তৈরী করার সময় অহেতুক ষড়যন্ত্র করা হচ্ছে। আমি স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।  সাংবাদিক সম্মেলনে প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এইচ এন/বি এন-১১