ধর্মপাশা প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা উত্তরপাড়া গ্রামে সুফিয়া রহিম গণপাঠাগারের একটি কক্ষে পাঠাগার কর্তৃপক্ষের উদ্যোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন এই কর্নারের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা মাস্টারবাড়ি সুফিয়া রহিম গণপাঠাগার পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী রিজভী, পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মো. গোলাম জিলানী, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা বাধন সরকার প্রমুখ।
এসএ/আরসি-১০