দিরাই অ্যাসোসিয়েশন ঢাকার কমিটি গঠন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২১
০২:৩০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২১
০২:৩০ পূর্বাহ্ন



দিরাই অ্যাসোসিয়েশন ঢাকার কমিটি গঠন

দিরাই অ্যাসোসিয়েশন ঢাকা’র (ডিএডি) ২০২২-২০২৩ দুই বছর মেয়াদী কমিটি নির্বাচন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, সৈয়দ মনসুর আলম ও  পিংকু রঞ্জন দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তফশিল অনুযায়ী, গত শনিবার রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার মো. ফজলুল কাদির চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ব্যারিষ্টার মাহদীন চৌধুরী ও উমর ফারুক।

২১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, সহসভাপতি অশ্মিনী কুমার বৈষ্ণব, মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী ও মোহাম্মদ হাবিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন পুরকায়স্থ ও মোজাম্মিল হোসেন। অর্থ ও পরিকল্পনা সম্পাদক মুয়ীদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এলতেফাত হুসাইন। দপ্তর ও প্রচার সম্পাদক রুহুল খান, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মারুফ নূরী, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুমিত পুরকায়স্থ, মহিলা বিষয়ক সম্পাদক শেখ ফৌজিয়া আক্তার।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার, বিএম জাকির, আলী মুর্শেদ খান, মোহাম্মদ আবদুল কাদির মাদানী, মোহাম্মদ শামসুদ্দীন, প্রদ্যুৎ কুমার তালুকদার, মো. মুহিব উদ্দিন চৌধুরী তুহীন।

আরসি-১২