তাহিরপুর প্রতিনিধি
ডিসেম্বর ০৪, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৪, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পাক হানাদার ও রাজাকারদের প্রতীকী ফাঁসির মধ্যে দিয়ে একটি বর্নাঢ্য র্যালী বের করে। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খাঁন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাবেক কমান্ডার রৌজ আলী,আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু মিয়া, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি সোহেল আহমেদ বিপ্লব প্রমূখ।
এ এইচ/বি এন-০৭