জৈন্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি


আগস্ট ২১, ২০২১
০৬:৪২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২১
০৬:৪২ অপরাহ্ন



জৈন্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় জামাত বিএনপি সরকারের মদদে জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে  জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে শনিবার সকাল ১১ টায় জৈন্তাপুর উপজেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সহ সভাপতি এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, উপ প্রচার সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইয়াহিয়া, বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন মড়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিন আহমদ, রুবেল শরীফ, এরশাদুল আলম চৌধুরী।

আর কে/বি এন-০১