নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২১
০৮:২৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২১
০৮:২৫ অপরাহ্ন
সিলেট নগরের বন্দরবাজারস্থ পেপার পয়েন্ট হোটেল মজলিস এর সামনে থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই যুবক সিলেটের বালাগঞ্জের রুপিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে মো. জায়েদ (২৫)।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক রমিজ আহমদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
অভিযান পরিচালনার সময় আর উপস্থিত ছিলেন এসআই মো. আতিকুর রহমান, এসআই মো. আক্তারুজ্জামান পাঠান, এএসআই মহিবুর রহমান, কনস্টেবল ফরিদ উদ্দিন, তাওয়াবুর রহমান, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, জিবেন্দ্র দাস।
আটকের সময় ওই যুবকের নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও পুলিশ জানিয়েছে।
বিএ-০৯