শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২০, ২০২১
০৫:৩৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২১
০৫:৩৬ অপরাহ্ন



শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেট নগর ও আশপাশের কয়কটি এলাকায় আগামী শনিবার (২১ আগস্ট) বিদ্যুৎহীন থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি ফিডারে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নমূলক কাজ ও ১১ কেভি ফিডারের মেরামত এবং সংরক্ষন কাজের জন্য চারদিন সকাল থেকে বিকেল অবধি টানা ৮ ঘন্টা পর্যন্ত সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার (২১ আগস্ট) যেসব এলাকা বিদ্যুৎহীন থাকবে সেগুলো হলো, ১১ কেভি উপশহর ফিডারের আওতাভুক্ত উপশহর ব্লক -এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস , সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশে-পাশের এলাকাসমূহ। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একইদিনে নগরের ওসমানী মেডিকেল ফিডারের আওতাভুক্ত এলাকা ভাতালিয়া, নোয়াপাড়া, উদ্যম আবাসিক এলাকা, লামাবাজার, রিকাবীবাজার, দরগা মহল্লা, মধুশহীদ, মুন্সীপাড়া, কাজলশাহ, পুলিশ লাইন, ওসমানী মেডিকেল রোড, শাপলার গলিতে সকাল ৬ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। 

একইসময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নবাবরোড ফিডারের আওতাভুক্ত এলাকা নবাবরোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, প্রেসক্লাব, সুবিদবাজার (আংশিক), কেওয়াপাড়া, মীরের ময়দান, বাংলাদেশ বেতার এলাকাগুলোতে।  

শনিবার ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাভুক্ত এলাকায় সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত টানা ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই ফিডারের আওতাভুক্ত এলাকাগুলো হলো বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নম্বর-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকা।

বিএ-০৫