গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেট জেলা আ.লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২০, ২০২১
০৪:৪৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২১
০৪:৪৩ অপরাহ্ন



গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেট জেলা আ.লীগের কর্মসূচি

২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে পরিচালিত নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার (২১ আগস্ট) প্রতিবাদ সভার আয়োজন করেছে সিলেট জেলা আওয়ামীলীগ।

শনিবার দুপুর ১২ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এ প্রতিবাদ সভায় সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।

উল্ল্যেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলার ঘটনার ঘটে। ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভি রহমানসহ ২৪জন নেতাকর্মী নিহত এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রায় ৩ শতাধিক লোক আহত হয়।

বিএ-০১