ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা, ১৯ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২০, ২০২১
০৩:০৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২১
০৩:০৪ পূর্বাহ্ন



ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা, ১৯ বছর পর গ্রেপ্তার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা পেয়ে দীর্ঘ ১৯ বছর পলাতক ছিলেন চুনারুঘাটের কেইন্দা মো. আশিকুর রহমান (৪৫)। অবশেষে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে র‌্যাব। এতে বলা হয়, বুধবার দিনগত মধ্যরাতে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এএসপি সোমেন মজুমদারসহ একটি দল চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারী এলাকায় অভিযান চালায়। এসময় আশিকুরকে আটক করা হয়।

র‌্যাব-৯ আরও জানায়, ২০০২ সালে নারী ও শিশুনির্যাতন মামলায় আদালত আশিকুর রহমানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দণ্ড ঘোষণার পর থেকে আশিকুর পলাতক ছিলেন। দীর্ঘ ১৯ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকায় আইনশৃংখলা বাহিনী তাকে খুঁজে পায়নি। সম্প্রতি বিষয়টি নজরে এলে র‌্যাবের গোয়েন্দা বিভাগ তথ্য সংগ্রহ করে এবং অবশেষে তাকে সীতাকুন্ড থেকে আটক করতে সক্ষম হয়।

আটকের পর তাকে সিলেটে নিয়ে আসা হয় এবং হবিগঞ্জের চুনারুঘাট থানায় হস্তান্তর হয় বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান।

বিএ-১২