সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২০, ২০২১
১২:২৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন
সিলেটে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং ভাইরাসের প্রকোপ মোকাবেলায় ক্রেতাসাধারণকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান, সকল ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত স্যানিটাইজিং ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সিলেটের সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহসভাপতি জনাব চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ এবং পরিচালকবৃন্দ।
সিলেট চেম্বারের নেতৃবৃন্দ বলেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করেছে। আমাদেরকে নিজের স্বার্থে, দেশ ও দশের স্বার্থে আরোও সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ করোনা ভাইরাস দূর করতে স্বাস্থ্যবিধির কোন বিকল্প নেই। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজ করা ও মাস্ক পরতে হবে। কারণ নিজেকে সুরক্ষিত রাখলে পরিবার, সমাজ সর্বোপরি দেশ সুরক্ষিত থাকবে। আসুন আমরা নিজেকে সুরক্ষিত রাখি ও অন্যকেও সুরক্ষিত রাখতে উৎসাহিত করি।
তাছাড়া আজ থেকে অর্ধেক দর্শনার্থী নিয়ে পর্যটন কেন্দ্রগুলো খুলছে। পর্যটনপ্রেমী ও পর্যটনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য অবশ্যই খুশির খবর। তবে এক্ষেত্রে মাস্ক পরিধান ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি অবশ্যই নজর দিতে হবে। এছাড়া সরকারীভাবে যেসব নির্দেশনা জারি করা হয়েছে সেগুলো যথাযথভাবে মেনে চলার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিএ-০৬