মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রশিদ আমিন ভূইয়ার দাফন সম্পন্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৯, ২০২১
১১:১৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২১
১১:২০ অপরাহ্ন



মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রশিদ আমিন ভূইয়ার দাফন সম্পন্ন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেটের ফেঞ্চুগঞ্জের পিপিএম উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য, বিশিষ্ট সমাজসেবী কচুয়াবহর নোয়াটিলা নিবাসী আব্দুর রশিদ ভূইয়া (রশিদ আমিন) আর নেই। মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১০টায় সিলেটের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত জটিল রোগে ভুগছিলেন।

আব্দুর রশিদ ভূইয়ার জানাজার নামাজ আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সোয়া ২টায় হযরত মাইয়াম শাহ (র:) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাইয়াম (র:) কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে তাঁর আত্মীয়-স্বজন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রশিদ আমিন ভূইয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা, সহ-সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক এস এম মামুনুর রশীদ, সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু, মো. বদরুল আমীন, শহীদ আহমদ চৌধুরী, আর কে দাস চয়ন, আব্দুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমান কিনেল, ফরিদ উদ্দিন ও রুমেল আহসান। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


এসএ/আরআর-০৩