শাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২১
০৯:১৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন
অধ্যাপক ড. মোস্তাক আহমেদ ও অধ্যাপক জাফরিন আহমেদ (লিজা)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তাক আহমেদ এবং বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ (লিজা)।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, ‘ডিন ও হল প্রভোস্ট ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্যদের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে অধ্যাপক ড. মোস্তাক আহমেদ ও সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ (লিজা) কে আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।’
এইচএন-০১/এএফ-০২