সিলেটে ১২ মৃত্যুর দিনে শনাক্ত ছাড়াল ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৮, ২০২১
০৫:২৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২১
০৫:৩২ অপরাহ্ন



সিলেটে ১২ মৃত্যুর দিনে শনাক্ত ছাড়াল ৫০ হাজার

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) ১৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে বিভাগে নতুন করে ৪১৪ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল।

আজ বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ১০ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ও হবিগঞ্জ জেলার ১ জন করে বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৯৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৫৫ জন, সুনামগঞ্জে ৬২ জন, হবিগঞ্জে ৪৫ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১৮.২৮ শতাংশেরই করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১৮.১১ শতাংশ, সুনামগঞ্জে ১৬.১৯ শতাংশ, হবিগঞ্জে ১৬.৯০ শতাংশ এবং মৌলভীবাজারে ২২.৬৬ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৪১৪ জনের মধ্যে ১২৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭৯ জন, হবিগঞ্জের ১০৮ জন এবং মৌলভীবাজার জেলার ১০৪ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৪২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩১ হাজার ৫৪ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৭৫৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৪ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ১৯০ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৫ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৫৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৪৪০ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৮ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৬৫০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৩৫৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৫৩, হবিগঞ্জ জেলার ৭৩ জন এবং মৌলভীবাজার জেলার ১৬৭ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৩৮ হাজার ৪৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৫ হাজার ৭৬৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩০০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৯৭৯ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৪০১ জন সুস্থ হয়েছেন।

আরসি-০৮