সেই নুরুল আফসারসহ ট্রাফিকের ছয় কর্মকর্তা পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৮, ২০২১
০৩:০২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২১
০৩:০২ পূর্বাহ্ন



সেই নুরুল আফসারসহ ট্রাফিকের ছয় কর্মকর্তা পুরস্কৃত

কাজের মূল্যায়নের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ছয় কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে এসএমপি’র উপকমিশনার কার্যালয়ে (ট্রাফিক) তাদেরকে পুরস্কৃত করা হয়।

এই ছয় কর্মকর্তার একজন ট্রাফিক সার্জেন্ট মো. নুরুল আফসার ভুঁইয়া; যিনি গত জুলাই মাসে শাহপরান বাইপাসের সুরমা গেইটে সাংবাদিক পরিচয় দেওয়া ফয়ছল কাদির নামের এক ব্যক্তির মোটরসাইকেল আটক করে আলোচনায় আসেন। কাগজপত্র না থাকায় গাড়ি আটক করলেও ওই ব্যক্তি তাকে ভর্ৎসনা করে ফেইসবুকে লাইভ করেন। পরে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন ফয়ছল কাদির।

তবে, মঙ্গলবার নুরুল আফসার ভুঁইয়া ছাড়াও আরও পাঁচ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এ বিষয়ে মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ জানান, এখন থেকে প্রতি সপ্তাহে সর্বোচ্চ সেবাদানকারী কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে।

তিনি বলেন, ‘কর্মকর্তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি এবং কাজে গতিশীলতা আনতে তাদের এই উদ্যোগ। সাপ্তাহিক কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে এ সপ্তাহে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৬ জন ট্রাফিক সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। এই কার্যক্রম প্রতি সপ্তাহে চলবে।’

পুরস্কৃত ছয় কর্মকর্তা হলেন, সার্জেন্ট মো. নুরুল আফসার ভূঁইয়া, সার্জেন্ট সুবীর তালুকদার, সার্জেন্ট জয়ন্ত চন্দ্র দাস, সার্জেন্ট পাংকু তালুকদার, সার্জেন্ট নুরুল হুদা মোড়ল, টিএসআই মো. ওয়াহেদুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার, পিপিএম, টিআই মো. কামাল হোসেন।

এসএইচ/বিএ-১৭