স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৮, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন



স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আব্দুল আহাদ খান জামালকে আহ্বায়ক এবং দেওয়ান জাকির হোসেনকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১৫ জনকে। তারা হলেন-মো. মিফতাউল কবির, তানভীর আহমদ তাহসিন, দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমেদ আনসারী, লোকমান উজ্জামান, মমিনুল হক রাহি, ইমাম উদ্দিন, এমদাদ বখত, আব্দুল্লাহ আল মামুন পারভেজ, আব্দুর রউফ, রুনু আহমেদ, জাহাঙ্গীর মিয়া, সৈয়দ সরোয়ার রেজা, রজব আহমেদ, আনোয়ার হোসেন খান। 

আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে- আজিজুর রহমান আজিজ, ফারুক আহমদ, আখতার আহমদ, সিরাজুল ইসলাম সিরাজ, শহিদুল ইসলাম কাদির, জুনেদ আহমদ, ভিপি দেব শুভ, আব্দুল মুনিম, মো. আলী সুহাইল, অ্যাডভোকেট রাসেল খান, মালেক আহমেদ, মাসুম ইবনে রাজ্জাক রাসেল, মওদুদুল হক, শাহীদুল ইসলাম চৌধুরী লাহিন, জাকির হোসেন কয়েস, আব্দুস সামাদ ফাহিম, নাজিম উদ্দিন, সৈয়দ রহিম আলী রাসু, বুরহান উদ্দিন রাহেল, আলতাফ হোসেন টিটু, শেখ আব্দুল মনাফ, প্রভাষক মাকছুদ আলম, জাহেদ আহমদ, সৈয়দ আমির আলী, খন্দকার মনিরুজ্জামান মনির, হাবিবুল রহমান হাবিব, কৃষ্ণ ঘোষ, সাফায়াত হোসেন সাজ্জাদ, আমজাদ হোসেন, আশিকুর রহমান আশিক, আমিনুর হক বেলাল, শেখ মোহাম্মদ দিপু, জাহাঙ্গীর আলম বাবুল, সাইফুল ইসলাম, নির্ঝর রায়, আব্দুল মুহিত জাবেদ, এনামুল হক, আদিল আহমেদ রিপন, মো. সাহেদুল হক সোহেল, কাউসার খান, আ. জলিল, আসাদুর রহমান রুহেল ও আলতাফ হোসেন বেলাল।


এএফ/০৬