ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২১
১০:১৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২১
১০:১৮ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২০-২০২১ অর্থবছরের 'উপজেলা উন্নয়ন সহায়তা' বরাদ্দের অর্থ উন্নয়ন কাজে ব্যয় না করায় বরাদ্দের অর্থ ফেরত চলে গেছে বলে জানা গেছে।
জানা যায়, প্রতিবছর এডিপি বাংলাদেশের সকল উপজেলার অবকাঠামোগত উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করে। দেশের ৪৯২টি উপজেলা পরিষদের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়। আর এই বরাদ্দের টাকা নির্ধারিত সময়ে উন্নয়ন কার্যক্রমে খরচ না করলে তা সংশ্লিষ্ট দপ্তরে ফেরত প্রদান করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অব্যবস্থাপনা ও বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতায় উপজেলায় ২০২০-২০২১ অর্থবছরে এডিপির বরাদ্দকৃত অর্থ উন্নয়ন কাজে ব্যয় না করায় প্রায় এক তৃতীয়াংশ টাকা সংশ্লিষ্ট দপ্তরে ফেরত প্রদান করা হয়েছে। যার ফলে সারা দেশের মধ্যে এডিপির অর্থ নির্ধারিত সময়ে যথোপযুক্তভাবে ব্যবহার না করা ব্যর্থ ৯টি উপজেলার মধ্যে স্থান হয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলার। এ কারণে ২০২১-২২ অর্থবছরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের এডিপির উন্নয়ন বরাদ্দ স্থগিত করা হয়েছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার বিভাগের স্মারক নম্বর ৪৬.০০.০০০০.০৪৫.২০০০১.২১-৪৪১ সংক্রান্ত একটি চিঠিতে ইতোমধ্যে এর জবাব চাওয়া হয়েছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, করোনা মহামারি ও বৃষ্টির জন্য পুরো কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তারপরও আমরা ৬৯ ভাগ কাজ সম্পন্ন করতে পেরেছি। আমার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমি তার জবাব দেব।
উন্নয়ন বরাদ্দ স্থগিত হওয়ার বিষয়ে তিনি বলেন, এটি আগামীতে ঠিক হয়ে যাবে।
এসএ/আরআর-০১