গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২১
০৪:০৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২১
০৪:০৫ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করার মধ্যে দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন শুরু হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ মডেল থানা, মুক্তিযুদ্ধ সংসদ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, গোলাপগঞ্জ জোনাল অফিস, গোলাপগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
পরে বেলা ১১টায় ভার্চয়ালি প্লার্টফর্মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা জামাল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন - উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদর্শণ সেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ। এছাড়াও উপজেলার সকল মসজিদে কোরআনে খতম ও মিলাদ মাহফিল, এতিম খানায় দোয়া মাহফিল,
মন্দিরে আলোচনা সভা ও প্রার্থনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়া জাতীয় শোক পালন করা হয়।
এদিকে দুপুর ১২টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন - উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, রফিক আহমদ মাখন, মাহমুদ আহমদ চৌধুরী, যুগ্ম সধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর রিংকু, আকবর আলী ফখর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, উপজেলা ভাইসচেয়ারম্যান মনসুর আহমদ, আইন সম্পাদক অ্যাডভোকেট নিমার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মানসুর আহমদ, কৃষি ও সমবায় সম্পাদক বুরহান উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, ধর্ম সম্পাদক আবুল লেইছ, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল হানিফ খান, কোষাধ্যক্ষ শরিফ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সহ দফতর সম্পাদক হোসেন আহমদ, সহ প্রচার সম্পাদক মনছুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল মালিক জানু, এম জেড আলম, আবুল কাশেম সেবুল, জাফরান জামিল,ফরিদ উদ্দিন ইরান,অরুণ দে, কামাল আহমদ, আজমল হোসেন মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী কফি, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়ছল, তাহের উদ্দিন তাজ্জুব , ইসতিয়াক আহমদ সুমন , সুমন আলী, ইউপি আওয়ামী লীগ নেতা শাহরিয়ার লস্কর, জুয়েল আহমদ প্রমুখ।
এফএম/আরসি-০১