শোক দিবসে সিলেট প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৬, ২০২১
১২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২১
১২:৪৬ পূর্বাহ্ন



শোক দিবসে সিলেট প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে সিলেট প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৫ আগস্ট) বাদ জোহর ক্লাব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন সুবিদবাজার বায়তুল মকসুদ জামে মসজিদের ইমাম ও খতিব দানিয়াল মাহমুদ। 

এর আগে সিলেট প্রেসক্লাব প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব নেতৃবৃন্দ। 


এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি এম এ হান্নান ও আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক সহসভাপতি আ.ফ.ম. সাঈদ, হুমায়ূন রশিদ চৌধুরী ও আতাউর রহমান আতা, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, ক্লাবের সহসাধারণ সম্পাদক আহমাদ সেলিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, কার্যনির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও আব্দুর রাজ্জাক, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. মুহিবুর রহমান, মো. ফয়ছল আলম, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শেখ আশরাফুল আলম নাসির, খালেদ আহমদ, নওশাদ আহমদ চৌধুরী, এনামুল হক, এম রহমান ফারুক প্রমুখ।

বিএ-১৭