সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৫, ২০২১
১১:৫৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন
স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, আপনাদেরকে মনে রাখতে হবে, শুধু স্লোগান দিলে চলবে না, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে জানতে হবে। জাতির জনকের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ও আওয়ামী লীগের ইতিহাস ভালো করে জানতে হবে।
রবিবার (১৫ আগস্ট) জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকাল ১১ টায় গুলশান সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, আজ জাতির পিতার শাহাদাত বার্ষিকী। এই দিনটিকে সামনে রেখে প্রতি বছরই আমরা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করি। এবার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেছি। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আমরা আলোচনা সভায় মিলিত হয়েছি। আলোচনা শেষে আপনারা ওয়ার্ড নেতৃবৃন্দ নিজ নিজ ওয়ার্ডে গিয়ে কর্মসূচি বাস্তবায়ন করুন।
তিনি আরও বলেন, আপনাদেরকে মনে রাখতে হবে, শুধু স্লোগান দিলে চলবে না, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে জানতে হবে। আমি শুনেছি অনেকেই শোক দিবসকে স্বাধীনতা দিবস বলে বক্তব্য প্রদান করেন। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জাতির জনকের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ও আওয়ামী লীগের ইতিহাস ভালো করে জানতে হবে। তাহলেই আমাদের জাতির পিতা, তাঁর পরিবার সহ সকল শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে। তিনি মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ এসেছেন সবাইকে ধন্যবাদ জানান।
সভায় অধ্যাপক জাকির হোসেনও তাঁর বক্তব্যে বলেন, আগস্ট বাঙালি জাতির নিকট বেদনাদায়ক একটি মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসে নির্মমতার এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। ১৯৭৫ সালের এই দিনে মানবসভ্যতার ইতিহাসে সবেচেয়ে নিকৃষ্ট ও ঘৃণ্যতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বুলেটের আঘাতে স্তব্ধ করে দেওয়া হয় বাঙালির অধিকার প্রতিষ্ঠার মহানায়ককে। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবেই। আলোচনা সভা শেষে মহানগরের বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হবে। আপনারা যারা ওয়ার্ড নেতৃবৃন্দ আছেন। আপনারা আপনাদের ওয়ার্ডে জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচী সফল করুন।
দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়। তাছাড়া মহানগরের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ক্বিন ব্রিজ সংলগ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মুর্যাল সম্মুখে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা সাদিকুর রহমান। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার সহ সকল শহীদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন.ম শফিকুল হক, ইফতেখার হোসেন শামীম, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সহ অন্যান্য নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু এবং বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত সকলের সুস্থতা কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।
বিএ-১৪