সিকৃবিতে জাতীয় শোক দিবস পালন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৫, ২০২১
১১:৩৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২১
১১:৪৫ অপরাহ্ন



সিকৃবিতে জাতীয় শোক দিবস পালন

শোক ও শ্রদ্ধায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, করোনার কারণে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সিকৃবি ক্যাম্পাসে শোক দিবস পালিত হয়েছে। সকাল ৮টায় প্রশাসন ভবনের সামনে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, প্রক্টর কার্যালয়, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, লেকচারার্স অ্যান্ড এসিসট্যান্ট প্রফেসর্স সোসাইটি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) এবং বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীবৃন্দ।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পূজা উদযাপন পরিষদ আয়োজন করে বিশেষ প্রার্থনা। করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি কাটছাঁট করা হয়েছে। শোক দিবসের কর্মসূচিও সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে।

বিএ-১১