বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি


আগস্ট ১৫, ২০২১
০৯:১৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৯:১৩ অপরাহ্ন



বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লাউতা ইউনিয়নের গোলাটিকর এলাকার নিজ বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা।

গ্রেপ্তারকৃত মো. ফেরদৌস আম্বিয়া শামীম (৩০) লাউতা ইউনিয়নের গোলাটিকর গ্রামের ফারুকল আম্বিয়ার ছেলে। সে আদালতের ছয় মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী।

গোপন সংবাদে ভিত্তিতে শনিবার রাতে গোলাটিকর এলাকার অভিযান চালিয়ে বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. হিমেল এক দল পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত আসামী দীর্ঘদিন থেকে পলাতক ছিল।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এস এ/বি এন-১৯