বিয়ানীবাজার প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২১
০৮:২৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৮:২৫ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে আরো ৩৬ জনের করোনা পজিটিভ হয়েছেন।
শনিবার (১৪ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭০ নমুনা সংগ্রহ এবং র্যাপিড এন্টিজেন টেস্টে ১৬ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। অবশিষ্ট ৫৪ জনের নমুনা সিলেটের ল্যাবে পাঠানো হয়েছে।
এছাড়া গত ৯ ও ১০ আগস্টে পাঠানো নমুনা থেকে এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরো ২০ জনের করোনা শনাক্ত হয়।
শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা তথ্য এবং হাসপাতালের র্যাপিড এজি টেস্ট মিলিয়ে একদিন করোনা আক্রান্ত শনাক্ত হলেন ৩৬ জন।
এ নিয়ে উপজেলা করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২৭১ জনে। একই সাথে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, করোনার বিস্তার বোধ করতে সবাইকে সচেতনভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।
তিনি বলেন, করোনা ভাইরাসের দ্রুত বিস্তার রোধ করতে স্বাস্থ্য বিভাগের যেসব নির্দেশনা রয়েছে সেটি মেনে চললে দ্রুত করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব।
এস এ/বি এন-১৩