কোম্পানীগঞ্জে বিভিন্ন আয়োজনে শোক দিবস পালিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৫, ২০২১
০৮:১৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৮:২০ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে বিভিন্ন আয়োজনে শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে বিভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় সরকারি বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে অর্ধনর্মিত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শোক দিবসের কার্যক্রম শুরু করা হয়।

এ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানান কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল র‍্যালী, শোক সভা, বৃক্ষরোপণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সকাল ৯ টার সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন কার্যক্রম শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের চৌধুরী মূসা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

এরপর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামিম আহমদ শামিম ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস ও ইয়াকুব  আলী, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, শফি উদ্দিন রেনু ও আবুল হোসেন মোল্লা, ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, সদস্য সোহেল আহমদ, জাফর দেওয়ান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি মাসুক রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, সদস্য মীর আল মুমিন, কবির হোসেন, সোহরাব আহমদ কবির আহমদ, কাঠালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংবাদিক তারিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইসফার ইসলাম রাফাত,  শাহ আলম স্বাধীন সহ উপজেলা/ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এম কে/বি এন-১২