শাবি প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২১
০১:৩৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২১
০১:৩৯ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বঙ্গবন্ধুর সাবেক ব্যক্তিগত সহকারী ড. মোহাম্মদ ফরাস উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু যে স্বাধীনতা চেয়েছিলেন তা ছিল কৃষক-শ্রমিক-মজুরের স্বাধীনতা। তিনি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকে অনেকেই হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু তিনি সবসময় ধুলার মানুষের সঙ্গে থাকতে চেয়েছেন, গরিব মানুষের সঙ্গে থাকতে চেয়েছেন। অনেকেই বঙ্গবন্ধুকে খাঁটি সমাজতান্ত্রিক মনে করেন। আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করি। বঙ্গবন্ধু একটি কল্যাণরাষ্ট্রের স্বপ্ন দেখেছেন।
শনিবার (১৪ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্রদের সংগঠন 'অর্থনীতি এলামনাই অ্যাসোসিয়েশন শাবিপ্রবি'র উদ্যোগে আয়োজিত জাতীয় শোকদিবস উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ফরাস উদ্দিন আরও বলেন, কোনো পাঠ্যপুস্তক থেকে অর্থনীতি শেখেননি বঙ্গবন্ধু। তার পাঠ্যপুস্তক ছিল বাংলার মানুষ। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তাঁর কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন। তবে বাংলাদেশে এখনও বৈষম্য আছে। জাতির পিতা সেই বৈষম্য চাননি। আজকের নতুন প্রজন্মকে দেশপ্রেমের দীক্ষায় দীক্ষিত হতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। এজন্য বঙ্গবন্ধুকে অধ্যয়ন করতে হবে। তিনি শুধু বাংলাদেশের নেতাই ছিলেন না, তাঁর কর্ম ও প্রজ্ঞা তাকে বিশ্বনেতায় রূপান্তরিত করেছিল।
'উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অর্থনৈতিক ভাবনা' শীর্ষক উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন, শাবিপ্রবির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবদুল মুনিম জোয়ারদার ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ আলম।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তান আমলে আমরা নানাভাবে বঞ্চিত হচ্ছিলাম। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়ে আমাদের সেই বঞ্চনা থেকে মুক্তি দিয়েছেন।
অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি সঞ্জিত কুমার বণিকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কাসমির রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোছলেহ উদ্দিন আহম্মদ খুশবু।
ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সরকারের অর্থ বিভাগের উপ-সচিব মো. নজরুল ইসলাম, উপ-সচিব মোস্তফা মোরশেদ, শাবিপ্রবির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আবদুল্লাহ আল বাকী ও এমসি কলেজের সহকারী অধ্যাপক জেবিন আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মমতাজুল ইসলাম রনি।
উল্লেখ্য, অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন শাবিপ্রবি আগামীকাল রবিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। একই দিন বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এইচএন/আরআর-০৭