সিলেটে প্রবাসীরা পাচ্ছেন মডার্নার প্রথম ডোজ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৫, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন



সিলেটে প্রবাসীরা পাচ্ছেন মডার্নার প্রথম ডোজ

সিলেট নগরে মডার্নার প্রথম ডোজ টিকাদান বন্ধ থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে প্রবাসীরা প্রথম ডোজ টিকা নিতে পারছেন।

সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ আগস্ট) সিলেটে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৯৯৪ জন। এদের মধ্যে পুরুষ ৪৪২ জন এবং নারী ৫৫২ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন ৮২০ জন এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা নিয়েছেন ১৭৪ জন। এছাড়া এদিন মডার্নার প্রথম ডোজ টিকা নেন ১১৬ জন। 

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, গত ১২ আগস্ট থেকে সারাদেশে মডার্নার প্রথম ডোজ প্রদান বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। তবে আরেকটি নির্দেশনায় জানানো হয়, সিটি করপোরেশনসমূহে বিদেশগামী জনগোষ্ঠীকে নিবন্ধনের ভিত্তিতে প্রথম ডোজ টিকা প্রদান করতে হবে।

এ প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘মডার্নার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার নির্দেশনা থাকলেও প্রবাসীদের জন্য প্রথম ডোজ চালু রয়েছে। সেক্ষেত্রে তাদের প্রয়োজনীয় কাগজ, যেমন: পাসপোর্ট, ভিসা দেখিয়ে মডার্নার প্রথম ডোজ গ্রহণ করতে পারবেন। এরকম কয়েকজনকে শনিবার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।’

এনএইচ/বিএ-০৫