নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২১
০৯:৫২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৯:৫২ অপরাহ্ন
সিলেটের সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ নগরের বাগবাড়িস্থ ছোটমনি নিবাসে ২ মাস বয়সের শিশু নাবিল আহমদ খুনের ঘটনায় ঘাতক আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আজ শনিবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে তাকে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে তাকে প্রেরণ করা হয়।
আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকা গত ২২ জুলাই ছোটমনি নিবাসে ২ মাস ১১ দিন বয়সের নাবিল আহমদকে প্রথমে সজোরে ছুড়ে ফেলেন এবং পরে বালিশচাপা দিয়ে খুন করেন।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ঘাতক আয়া সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরদিন শুক্রবার তার বিরুদ্ধে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এস.আই) মাহবুব মন্ডল বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, অবুঝ শিশু নাবিলকে হত্যার পর ঘটনাটি গোপন রাখেন ছোটমনি নিবাসের দায়িত্বে থাকা উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। এ কারণে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধেও নেওয়া হতে পারে আইনি ব্যবস্থা।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ‘আয়া সুলতানা শিশু নাবিলকে বালিশচাপা দিয়ে হত্যার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাকে আজ (শনিবার) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেবেন।
এএফ/০২