নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২১
০৬:১৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৪, ২০২১
১১:০৭ অপরাহ্ন
সিলেটে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হয়েছে। আজ শনিবার (১৪ আগস্ট) থেকে নগরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র ও বিভাগীয় হাসপাতাল কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলছে।
সিসিক সূত্রে জানা গেছে, শনিবার দ্বিতীয় ডোজ টিকা নিতে ১ হাজার ১০০ জনকে মোবাইলে বার্তা (ম্যাসেজ) পাঠানো হয়েছে। যাদের মোবাইলে ম্যাসেজ গেছে তারাই শনিবার টিকা নিতে পারছেন। আর শনিবার সকাল থেকে সিলেটের নগরের এই দুই কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
চলতি বছরের ১৩ জুলাই থেকে সিলেটে মডার্নার প্রথম ডোজ দেওয়া শুরু হয়৷ গত ১২ আগস্ট শেষ হয় প্রথম ডোজ প্রদান। এসময় ১ লাখ ২৩ হাজার ৩০৬ জনকে প্রথম ডোজ দেওয়া হয়। তবে নিবন্ধন করে এখনও প্রথম ডোজ টিকা পাননি নগরের প্রায় ৬০ হাজার বাসিন্দা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সকাল ৯ টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বেলা ৩ টা পর্যন্ত তা চলবে।
এনএইচ/আরসি-১১