টিকার অপেক্ষায় সিলেট নগরের ৬০ হাজার মানুষ

নাবিল হোসেন


আগস্ট ১৪, ২০২১
০৪:৪০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৯:২৬ অপরাহ্ন



টিকার অপেক্ষায় সিলেট নগরের ৬০ হাজার মানুষ

সিলেটে বৃহস্পতিবার শেষ হয়েছে মডার্নার টিকার প্রথম ডোজ প্রয়োগ কার্যক্রম। কিন্তু নিবন্ধন করে এখনও প্রথম ডোজের অপেক্ষায় আছেন নগরের প্রায় ৬০ হাজার মানুষ। এ অবস্থায় কবে টিকা পাবেন, কোন টিকা পাবেন তা নিয়ে শঙ্কায় ভুগছেন তারা। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) নগরে ১০ হাজার ২৫২ জন টিকা নেন। যা টিকা কার্যক্রম শুরুর পর একদিনে সর্বোচ্চ। এর আগে গত বুধবার একদিনে সর্বোচ্চ ৬ হাজার ৩০৬ জনকে টিকা দেওয়া হয়। সিসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার টিকা নেওয়াদের মধ্যে প্রথম ডোজ (মডার্না) নিয়েছেন ৮ হাজার ১৪০ জন। এ দিন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ হাজার ৮৬০ জন এবং সিনোফার্মার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫২ জন। 

সিসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত নগরে ১ লাখ ২৩ হাজার ৩০৬ জন মডার্নার প্রথম ডোজ টিকা নিয়েছেন। এ দিন নগরে মডার্নার প্রথম ডোজ টিকাদান শেষ হয়েছে। পুনরায় টিকা এলে প্রথম ডোজ প্রদান শুরু তবে। কিন্তু টিকা কবে আসবে, কোন টিকা আসবে সে ব্যাপারে সংশ্লিষ্টরা কিছু বলতে পারছেন না। এ অবস্থায় এখনও নগরের প্রায় ৬০ হাজার বাসিন্দা নিবন্ধন করে টিকার প্রথম ডোজের অপেক্ষায় রয়েছেন। ম্যাসেজ না আসায় তারা টিকা নিতে পারেননি। অনেকেই মাস খানেক আগে নিবন্ধন করেও ম্যাসেজ পাননি। প্রথম ডোজ  প্রয়োগ কার্যক্রম বন্ধ হওয়ায় তারা আদৌ টিকা পাবেন কি না, পেলেও কোন টিকা পাবেন তা নিয়ে শঙ্কায় রয়েছেন। 

নগরের মদিনা মার্কেট এলাকার বাসিন্দা এমদাদুল হক নয়ন সিলেট মিররকে বলেন, ‘প্রায় দুই সপ্তাহ আগে টিকার জন্য নিবন্ধন করি। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত টিকা গ্রহণের ম্যাসেজ আসেনি। এরই মধ্যে প্রথম ডোজ প্রয়োগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় কবে টিকা পাব, তা নিয়ে শঙ্কায় রয়েছি। এছাড়া টিকা পেলেও কোন টিকা আসবে তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছি।’

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সিলেটে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম শেষ হয়েছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত এখন আর কাউকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।’

গত ১০ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর ১২ আগস্ট থেকে মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হবে বলে জানালেও বৃহস্পতিবার সিলেটে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়নি।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দেশে যারা ফাইজার ও মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই টিকা কর্মসূচি চালানো হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মডার্নার দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ আগামী সোমবার (১৬ আগস্ট) থেকে চালু হবে।’

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এখনও আমরা দ্বিতীয় ডোজ শুরুর পূর্ণাঙ্গ নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এখন পর্যন্ত নগরে নিবন্ধন করে কতজন টিকা পাননি জানতে চাইলে তিনি বলেন, ‘প্রায় ৬০ হাজার বাসিন্দা নিবন্ধন করে টিকার অপেক্ষায় রয়েছেন। আবারও প্রথম ডোজ দেওয়া শুরু হলে তারা টিকা পাবেন।’

কবে থেকে সিলেটে আবার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হবে এমন প্রশ্নে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত সিলেট মিররকে বলেন, ‘যারা নিবন্ধন করে টিকা পাননি তাদের অপেক্ষায় থাকতে হবে। নতুন করে টিকা এলে তাদের প্রথম ডোজ দেওয়া হবে। এছাড়া যারা ইতোমধ্যে প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের টিকা দ্রুত চলে আসবে। আগামী ১৬ আগস্ট থেকে আমরা মডার্নার দ্বিতীয় ডোজ প্রদান শুরু করতে পারি।’

সিলেটে নতুন করে টিকা এলে কোন টিকা আসবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’

জানা যায়, চলতি বছরের ১৩ জুলাই থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়। এ সময় সিলেট সিটি করপোরেশন এলাকায় দেওয়া হয় মডার্নার টিকা এবং উপজেলায় দেওয়া হয় সিনোফার্মের টিকা। 

এদিকে, গত ১০ আগস্ট থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হয়। যারা এই টিকার দ্বিতীয় ডোজ আগে পাননি তারাই এই টিকা পাচ্ছেন। 

আরসি-০২