সিলেটে মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৪, ২০২১
০৪:০১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৬:১৫ পূর্বাহ্ন



সিলেটে মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আজ
# যারা ম্যাসেজ পেয়েছেন কেবল তারাই টিকা পাবেন

সিলেট নগরে আজ শনিবার (১৪ আগস্ট) থেকে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হচ্ছে। যাদের কাছে দ্বিতীয় ডোজ গ্রহণের বার্তা (ম্যাসেজ) যাবে তারাই এই টিকা নিতে পারবেন। 

সিসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নগরে ১ লাখ ২৩ হাজার ৩০৬ জন মডার্নার প্রথম ডোজ টিকা নিয়েছেন। আজ শনিবার দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য ১ হাজার ১০০ জনকে বার্তা দিয়েছে সিসিকের স্বাস্থ্য বিভাগ। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘শনিবার (আজ) থেকে আমরা মডার্নার দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু করব। তবে মোবাইলে বার্তা পাওয়া সাপেক্ষে টিকাকেন্দ্রে আসতে হবে। ম্যাসেজ না এলে কাউকে টিকা দেওয়া হবে না।’ যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের সবার ফোনে দ্বিতীয় ডোজ গ্রহণের বার্তা যাবে বলে জানান তিনি।  

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল টিকাকেন্দ্রে একটি অসাধু চক্র গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। এই চক্র ম্যাসেজ ছাড়াই আসা লোকজনকে টিকা দেওয়ার কথা বলে ৫০০ থেকে ১০০০ করে টাকা হাতিয়ে নিচ্ছে।

এ সম্পর্কে জানতে চাইলে ডা. মো জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘এমন অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার আমি পুলিশ নিয়ে সেখানে গিয়েছিলাম। কিন্তু আমরা কাউকে পাইনি। তবে কয়েকজন টাকা দেওয়ার বিষয়টি আমাদেরকে জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সরকার বিনামূল্যে সবাইকে টিকা দিচ্ছে। তাই নগরবাসীকে বলব প্রতারক চক্রের সঙ্গে কোনো লেনদেন করবেন না। এছাড়া ম্যাসেজ ছাড়া টিকা নিলে দুই ডোজ টিকা নেওয়ার পর টিকা সনদ তুলতে না পারলে বা কোনো সমস্যা হলে স্বাস্থ্য বিভাগ দায়ী থাকবে না।’ মডার্নার পাশাপাশি সিলেটে সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানান এই কর্মকর্তা। 

গত ৭ ফেব্রুয়ারি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে সিলেটে শুরু হয় টিকাদান কার্যক্রম। ওই বছরের ৮ এপ্রিল থেকে সিলেটে শুরু হয় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রদান। তবে টিকা সঙ্কটের কারণে মে থেকে নগরে বন্ধ হয় টিকাদান কার্যক্রম। পরে ১৯ জুন থেকে মেডিকেল-নার্সিং শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে আবারও টিকাদান শুরু হয়।

আর গত ১৩ জুলাই থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হয়। এ সময় সিলেট সিটি করপোরেশন এলাকায় দেওয়া হয় মডার্নার টিকা এবং উপজেলায় দেওয়া হয় সিনোফার্মের টিকা। গত ১০ আগস্ট থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হয়। যারা এই টিকার দ্বিতীয় ডোজ আগে পাননি তারাই এই টিকা পাচ্ছেন। 

আরসি-০১