নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২১
০৪:০১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২১
০৪:০১ পূর্বাহ্ন
সংক্রমণ যেন কমতেই চাচ্ছে না। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। জুলাই মাসে সিলেট বিভাগে করোনার সংক্রমণ ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। এই ধারা চলতি আগস্ট মাসেও অব্যাহত রয়েছে। মাসের প্রথম ১০ দিনে বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ।
একইভাবে মারা গেছেন ১৪২ জন। বিভাগে গত ১০ দিনে শনাক্তের গড় হার প্রায় ৩৫ শতাংশ। গত ১০ দিনে শনাক্তের হার কোনোদিনই ২৮ শতাংশের নিচে নামেনি। সর্বোচ্চ ৪৩ শতাংশ পর্যন্ত শনাক্তের ঘটনাও ঘটেছে।
মাসের শুরুতে গত ১ আগস্ট বিভাগে শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ৬৫ শতাংশ। একইভাবে ১০ আগস্ট বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। বিভাগে ১০ আগস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ১১ জন। আর করোনায় মারা গেছেন ৮৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক করোনা প্রতিবেদন বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, চলতি মাসের প্রথম ১০ দিনে (১-১০ আগস্ট) বিভাগে ১৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১৬ জন, সুনামগঞ্জ জেলায় ৮ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন মারা গেছেন।
একইভাবে গত ১০ দিনে বিভাগে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৫৯ জন। এরমধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৭৮৬ জন, সুনামগঞ্জে ৭৬৪ জন, হবিগঞ্জে ৮৩৮ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ১৭১ জন শনাক্ত হয়েছেন। গত ১০ দিনে বিভাগে নমুনা পরীক্ষা বিবেচনায় গড় শনাক্তের হার ৩৪ দশমিক ৮৩ শতাংশ।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি মাসের প্রথম দিন বিভাগে শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ৬৫ শতাংশ। এরপর ২ আগস্ট ৩৪ দশমিক ৭৯ শতাংশ, ৩ আগস্ট ৩৭ দশমিক ৪৩ শতাংশ, ৪ আগস্ট ৩৯ দশমিক ০৩ শতাংশ, ৫ আগস্ট ৩৮ দশমিক ৫৪ শতাংশ, ৬ আগস্ট ৩৩ দশমিক ৩৬ শতাংশ, ৭ আগস্ট ৩০ দশমিক ৯৭ শতাংশ, ৮ আগস্ট ৩২ দশমিক ৮২ শতাংশ, ৯ আগস্ট ২৮ দশমিক ৭২ শতাংশ এবং সর্বশেষ ১০ আগস্ট শনাক্তের হার ছিল ২৯ শতাংশ।
বিভাগে এ পর্যন্ত করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৭৭ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৬ জন মারা গেছেন। এছাড়া বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ১১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯ হাজার ১২২ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৪৭৫ জন, হবিগঞ্জে ৫ হাজার ৬৮৪ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৭৩০ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, বিভাগে গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩২৪ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫০ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২৮ জন চিকিৎসাধীন আছেন।
বিভাগে এ পর্যন্ত ৩৪ হাজার ৫৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৪১৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৮০৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৩২ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৪৯৪ জন সুস্থ হয়েছেন।
এনএইচ/আরসি-০১