আ.লীগ নেতা হেলাল আহমদের মৃত্যু, নেতৃবৃন্দের শোক

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৩, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন



আ.লীগ নেতা হেলাল আহমদের মৃত্যু, নেতৃবৃন্দের শোক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হেলাল আহমদ আর নেই। বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোর ৪টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

মৃত‍্যুকালে হেলাল আহমদের বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। হেলাল আহমদ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার সদর ইউনিয়নের ফাজিলফুর গ্রামে জানাজার নামাজ শেষে পরিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

হেলাল আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিক আহমদ এক শোকবার্তায় বলেন, হেলাল আহমদ একজন নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। তিনি সবসময় বঙ্গবন্ধুর আদর্শের কর্মী ছিলেন। তার এই মৃত্যু আমাদের সমাজ ও সংগঠনের জন্য অপুরণীয় ক্ষতি।

তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া হেলাল আহমদের মৃত‍্যুতে শোকপ্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু। 


এফএম/আরআর-০৬