তাবিরের চিকিৎসার জন্য ৩৫ হাজার টাকা অনুদান

জৈন্তাপুর প্রতিনিধি


আগস্ট ১২, ২০২১
০৮:৫৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২১
০৮:৫৮ অপরাহ্ন



তাবিরের চিকিৎসার জন্য ৩৫ হাজার টাকা অনুদান

সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হার্টের অসুস্থ তাবাবির চিকিৎসার সহায়তায় হাত বাড়িয়েছেন লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম।

জৈন্তাপুর প্রবাসী গ্রুপের বাংলাদেশে অবস্থানর নেতৃবৃন্দর মাধ্যমে তাবিবের পিতা নিদু মিয়ার নিকট চিকিৎসা সহায়তার ৩৫ হাজার টাকা পৌছে দেন গ্রুপের অন্যতম সদস্য জৈন্তাপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, দরবস্ত ইউপির চেয়ারম্যান বাহারুল আলম বাহার ৷ 

তারা বলেন, সমাজের দানশীল ব্যক্তিরা তাবিবের চিকিৎসার সহায়তায় এগিয়ে এলে দ্রুত তার সুচিকিৎসা শুরু করা যাবে৷ আপনাদের ও আমাদের সহযোগিতায় বাঁচতে পারে একটি প্রাণ ফিরবে পরিবারে মুখের হাসি ৷ 

আর কে/বি এন-০৩