ওসমানীনগর প্রতিনিধি
আগস্ট ১২, ২০২১
০১:৩১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২১
০১:৩১ পূর্বাহ্ন
খুলনা রুপসার শিয়ালী, পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউড়াসহ দেশের নানা স্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাঙচুর, লুটপাট ও ভূমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
বুধবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা ভবনের সম্মুখে ঢাকা-সিলেট মহাসড়কে পূজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদ সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন থেকে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশ থেকে সাম্প্রদায়িকতা রুখতে হবে। ফেসবুকে ধর্ম অবমাননার গুজবে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, লুটপাট, নির্যাতন করা হচ্ছে। সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। এই স্বাধীন দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দমন-নিপীড়ন মোটেই কাম্য নয়। একটি অপগোষ্ঠী দিন দিন ধর্মের নামে মানুষকে হত্যা করছে। যারা ধর্ম অবমাননার গুজব তুলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।
বক্তারা আরও বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক হামলার ঘটনা ঘটে চলেছে, কিন্তু হামলার যথাযথ বিচার না হওয়ায় সাম্প্রদায়িক গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে। দেশ ও মানুষ বাঁচাতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ওসমানীনগর উপজেলা শাকার সভাপতি সত্যেন্দ্র কুমার দে, সহ-সভাপতি নিধির সূত্রধর, সাধারণ সম্পাদক চয়ন পাল, উপজেলা পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিরঞ্জন সূত্রধর, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজিত পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক অশোক দেব, মুকুন্দ লাল নাথ, শংকর সেন, ছাত্র যুব ঐক্য পরিষদের সুকান্ত কাপালী, মহিলা ঐক্য পরিষদের মঞ্জু রাণী দেবনাথ, সুমা দেব, মমতা বৈদ্য প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, প্রধান শিক্ষক শংকর লাল সেন, প্রবিন্দ্র সূত্রধর, সুচিন্ত কুমার দাশ, শিক্ষক নেতা সুজিত দেব, মনোজ কুমার দাশ, ঐক্য পরিষদ নেতা নির্মল কান্তি দেব (নিষ্কু), বিপ্লব গোস্বামী, গোপাল দাশ, মুক্তিযোদ্ধা পবিত্র মালাকার, হিমাদ্রী লাল দত্ত পুরকায়স্থ, পান্না লাল দেব, সুজিত দেব (ব্যবসায়ী), রিপন নাগ, চন্দ্র শেখর দেব চয়ন, অজয় দাশ, বিজয় দাশ, মিল্টন ধর, দিলীপ দাস প্রমুখ।
ইউডি/আরআর-১১