ক্যানসারের কাছে হার মানলেন সেবিকা আন্নু সরকার

বালাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১২, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন



ক্যানসারের কাছে হার মানলেন সেবিকা আন্নু সরকার

কর্মজীবনে মানুষকে সেবা দিয়ে অবশেষে ক্যানসারের কাছে হার মানলেন সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আন্নু সরকার (৫০)। মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন তিনি।

প্রায় ২০ বছর ধরে তিনি বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন বলে জানা গেছে। প্রায় ১ বছর আগে তার ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। দেশে চিকিৎসা কারানোর পর ভারতে গিয়ে চিকিৎসা করালেও উন্নতি হয়নি।

আন্নু সরকারের একমাত্র ছেলে ডা. আশিক চন্দ্র দাস বলেন, বুধবার (১১ আগস্ট) সকাল ১০টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাঁঠালিয়া গ্রামে আমার মামার বাড়িতে মায়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। বেশ কিছুদিন যাবৎ মা অসুস্থ থাকায় অনেকেই নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন। সবাই আমার মায়ের জন্য আশির্বাদ করবেন।

আন্নু সরকারের সহকর্মীরা জানান, সদা হাস্যোজ্জ্বল এই সেবিকা নিমেষেই মানুষকে আপন করে নিতেন। দীর্ঘদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকার সুবাদে এখানকার সবার সঙ্গে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। 

বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আনোয়ার আলী বলেন, যে কোনো সমস্যায় পড়ে ডাকলেই তাকে পাওয়া যেত। অনেক সময় রাতে হাসপাতালে চিকিৎসক পাওয়া যেত না। এরপরও দায়িত্ব নিয়ে তিনি সফলভাবে অনেক নারীর ডেলিভারি করিয়েছেন।

বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন নাহার বলেন, আন্নুদি ও আমার বাসা পাশাপাশি থাকায় আমি তাকে খুবই কাছ থেকে দেখেছি। তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

এদিকে, তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


এসএ/আরআর-০৯