গোয়াইনঘাট প্রতিনিধি
আগস্ট ১২, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২১
১২:৫২ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আবুবক্কর সিদ্দিকীর বড় ছেলে আল আমিন সম্প্রতি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। আল আমিন গোয়াইনঘাটের ক্রীড়াঙ্গনের একজন উদীয়মান খেলোয়াড়। তার অসুস্থতার খবর পেয়ে এগিয়ে এসেছে উপজেলা ক্রীড়া সংস্থা।
আল আমিনের চিকিৎসার জন্য প্রায় ৭-৮ লক্ষ টাকার প্রয়োজন বলে জানা গেছে। এসব খরচ বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আল আমিন সহায়তা ফান্ডে প্রায় সোয়া ১ লক্ষ টাকা জমা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) বেলা ৩টায় গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অসুস্থ আল আমিনের বাবা আবুবক্কর সিদ্দিকীর হাতে নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক কামরুল হাসান, পশ্চিম জাফলং ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েসনের সদস্য সালেহ আহমদ, পশ্চিম জাফলং ক্রীড়া ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন মাছুম, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, সদস্য কাওছার আহমদ ও হাবিব আহমদ।
আগামীকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) আল আমিনের অপারেশন হওয়ার কথা রয়েছে। তার জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা চেয়েছে আল আমিনের পরিবার।
এমএম/আরআর-০৭