সিলেটে মডার্নার প্রথম ডোজ টিকাদান বন্ধ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১২, ২০২১
১২:১৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২১
১২:১৯ পূর্বাহ্ন



সিলেটে মডার্নার প্রথম ডোজ টিকাদান বন্ধ হচ্ছে

আগামী শনিবার সিলেটে মডার্নার প্রথম ডোজ টিকাদান কার্যক্রম বন্ধ হচ্ছে। সেদিন থেকে এই টিকার দ্বিতীয় ডোজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায়। 

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগামী ১২ আগস্টের (বৃহস্পতিবার) পর দেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ ও দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তবে যেসব স্থানে উক্ত টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৪ আগস্ট থেকে সারা দেশে আবশ্যিকভাবে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। এ লক্ষ্যে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের টিকা শিগগিরই পাঠানো হবে। 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেট মিররকে বলেন, ‘সিলেটে আগামী শনিবার মডার্নার প্রথম ডোজ টিকাদান কার্যক্রম বন্ধ হবে। এ দিন থেকে শুরু হবে এই টিকার দ্বিতীয় ডোজ প্রদান।’

আবার কবে প্রথম ডোজ কার্যক্রম শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের নিয়মিত টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন টিকা এলে আবার প্রথম ডোজ শুরু হবে। নতুন টিকা মডার্নাও হতে পারে বা অন্য কোনো টিকাও হতে পারে।’

গত ১৩ জুলাই থেকে সিলেটে মডার্না ও সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। সংরক্ষণ সহজ হওয়ায় উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছিল। আর যেহেতু মডার্নার টিকা সংরক্ষণ জটিল, তাই তা শহরে রেখে সিটি করপোরেশন এলাকার মানুষদের দেওয়া হচ্ছিল। সিসিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত সিলেটে মডার্নার টিকা পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৭৯৬ জন। টিকা মজুত রয়েছে ১১ হাজার ডোজ।  

এদিকে, মহানগর এলাকায় অনেকেই নিবন্ধন করে টিকা গ্রহণের ম্যাসেজ পাচ্ছেন না। ম্যাসেজ ছাড়া কেন্দ্রে গিয়েও টিকা নিতে পারছেন না। এই অবস্থায় তারা প্রথম ডোজ টিকা পাবেন কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 

নগরের পাঠানটুলা এলাকার রানা খান সিলেট মিররকে বলেন, ‘জুলাইয়ের ১৯ তারিখ নিবন্ধন করি। কিন্তু এখনও টিকার ম্যাসেজ পাইনি। শুনছি প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় টিকা পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছি।’

এ প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘আমার কাছে যে পরিমান টিকা মজুত রয়েছে তা দিয়ে আগামী শনিবার পর্যন্ত প্রথম ডোজ টিকা কার্যক্রম চালানো যাবে। ওইদিনই দ্বিতীয় ডোজ শুরু করব আমরা।’

এ অবস্থায় যারা নিবন্ধন করে ম্যাসেজ পাননি তারা কি প্রথম ডোজ টিকা পাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পর্যায়ক্রমে সবাইকে টিকা গ্রহণের বার্তা পাঠাচ্ছি। এছাড়া প্রতিদিনই নতুন করে নিবন্ধন হচ্ছে। এ কারণে টিকা দেওয়ার তারিখ জানিয়ে বার্তা ছাড়তে দেরি হচ্ছে। আমরা যে হারে টিকা দিচ্ছি, তার চেয়ে অনেক বেশি গতিতে নিবন্ধন হচ্ছে। ফলে টিকাপ্রত্যাশীদের সারি দীর্ঘ হচ্ছে। তবে সবাই টিকা পাবেন। মডার্নার টিকা শেষ হলেও নতুন টিকা আসবে। তখন প্রথম ডোজ দেওয়া শুরু হবে।’

এনএইচ/বিএ-১৫