পাঁচ দিন ধরে আসছে না করোনা পরীক্ষার রিপোর্ট

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১১, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন



পাঁচ দিন ধরে আসছে না করোনা পরীক্ষার রিপোর্ট

করোনা পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে প্রদানের নিয়ম থাকলেও ৫ দিন ধরে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে না কোনো রিপোর্ট। এতে করে যারা নমুনা দিয়েছিলেন, তারা বুঝতে পারছেন না করোনায় আক্রান্ত হয়েছেন কি না। ফলে হয়েছে হিতে বিপরীত। রিপোর্টে যারা করোনা পজিটিভ হন, তাদের আলাদাভাবে থাকা বা পরিচর্যার নিয়ম থাকে। কিন্তু ৫ দিন ধরে রিপোর্ট না আসায় তারা নিয়মের ভেতরে রয়েছেন কি না বা কোয়ারেন্টিন মানছেন কি না- এমন প্রশ্ন দেখা দিয়েছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, করোনার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে দেওয়ার কথা থাকলেও আজ মঙ্গলবার (১০ আগস্ট) ৫ দিন পেরিয়ে গেলেও কোনো রিপোর্ট আসেনি। নমুনা দেওয়া ব্যক্তিরা প্রায়ই ফোন করে খোঁজ নিচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের কিছুই বলতে পারছে না।

এ বিষয়ে জানতে চাইলে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. কামরুজ্জামান বলেন, রিপোর্ট মূলত ৭২ ঘণ্টার মধ্যে আসার কথা। রিপোর্ট না আসায় আমি এইমাত্র যোগাযোগ করেছি। আশা করি রিপোর্ট আগামীকাল চলে আসবে।

তিনি আরও বলেন, রিপোর্ট সময়মতো না আসায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। যদি কোনো আক্রান্ত ব্যক্তি বাইরে চলাফেরা করে থাকেন, তাহলে তিনি হয়তো আরও অনেককে সংক্রমিত করে ফেলছেন। সেজন্য সময়মতো রিপোর্ট আসা খুবই জরুরি। কারণ রিপোর্ট পাওয়ার পর আমরা আক্রান্তদের আলাদা থাকা, খাওয়া-দাওয়া, ওষুধ সেবনের নিয়ম করে দেই এবং আমাদের তত্ত্বাবধানে রাখি। তাই সময়মতো রিপোর্ট পাওয়া জরুরি।


এসএ/আরআর-০৬